কবিতায় বলরুমে সোমা মুখোপাধ্যায় বাবলি

প্রলাপ
রোদ্দুর না উঠলেই বোঝা যায় ,
রোদ ঝলমল দিন কত সুন্দর!
ভেজা ভেজা মরশুমে
পাহাড়ি পথের বাঁক মনে পড়ে যায় ।
বরফ দেখে বিস্ময় বালক হয়ে উঠেছিলে ।
তোমার সরল মুখ ভুলিনি আজও ।
যেমন ভুলিনি ,তোমার অপারগতা —-
পূর্ণতা খুঁজে খুঁজে বটগাছ হয় মন ।
ফুল নয় , ফল নয় , ঝুরি নেমে আসে ।
কত কান্না জমেছিল আকাশের ?
কে এত দুঃখ দিল তাকে ?
কত জল মেঘপিয়ন হয়েছিল গো?
তারপর মেঘ বালিশে মাথা রাখা ।
জটিল অঙ্ক কষে কষে ক্ষয়ে যাওয়া হাত —
অনিয়ন্ত্রিত জীবন , ধস নামা পাহাড়ি পথ —
থতমত পথিক, রডোড্রেনডন গল্প ,
মেয়েটাও বুঝে ফেলে ,জীবন অল্প অল্প।।