কবিতায় শুভঙ্কর চট্টোপাধ্যায়

ঋতু আসে, থেকে যায়
গ্রীষ্ণ আসে, বর্ষা আসে
শরৎ আসে, যায়
মেঘপিওনের স্বপ্ন ভাসে
বসন্ত হাওয়ায়।
শীতের বেলা পাতা ঝরার
মেমরিজ ইন মার্চ
সুঠাম তিনি দাঁড়িয়ে থাকেন
মেপল, নাকি বার্চ!
দহন কিছু হেমন্তরাও জানে,
বৃষ্টি আরও ছুঁয়েছে রেইনকোট,
ছবি আঁকেন উনিশে এপ্রিলে
ঋতুর লেখা সাহসী ফুটনোট।
ভালোবাসায় ভিজতে যারা জানে
তাদের মনের তিতলি আলো পায়
তিরিশে মে পার হয়ে যাই কত
ঋতু আসে এবং থেকে যায়।