কবিতায় দেবারতি গুহ সামন্ত

বাদামী বাক্সটা
বাদামী বাক্সটা আজো তোলা আছে তাকে,
জমেছে পুরু ধুলোর আস্তরণ,
প্রাণে ধরে ফেলে দিতে পারিনি,
ভেতরে ভীড় জমেছে লাল নীল স্মৃতিদের।
শৈশবের যতো না বলা আব্দার,
কৈশোরের মান অভিমানের পালা,
যৌবনের অসম্ভব কঠিন দায়িত্বরা,
একে অপরের সাথে খুনসুটিতে মেতে।
হাতে এখন অখন্ড অবসর,
বেলা অবেলার গল্পে জড়িয়ে বার্ধক্য,
বাদামী বাক্সটা যে বেঁচে থাকার টনিক,
ঝাপসা চোখে ফুটে ওঠা সিনেমার সংলাপ।।