কবিতায় হাসি বসু

পুরাতাত্বিক কিছু গল্প
ভেবেছিলাম নদীর রূপকথা আঁকবো
নীল জলে তিরতির করে কাঁপা জ্যোৎস্নাছবি–
তুলি, ক্যানভাস সব ছিল শুধু রঙ ছিল না
বেরঙ হাওয়াফানুসেরা জরিপ করে
শীতল হওয়া সময়ের। শাপলাবিলের ঘোলা জলে
জলপিপিরা পোকামাকড় খুঁজে খিদে মেটায়
সীমান্তের এপার ওপার খিদে পুড়ে গেছে
ছাই হয়ে জ্বলছে,সেই সিন্ধু সভ্যতার কাল থেকে
আজও মানচিত্র নিয়ে বারুদ এঁকে চলেছে
আকাশের সামিয়ানা । কিছু প্রদর্শনী না হয়
মাটির গভীরে ঘুমিয়ে থাক আরও কিছু শতাব্দী
এ এক সহাবস্থানের সূত্র, তাতে কার কী এসে যায়?