হৈচৈ কবিতায় অঞ্জলী মুখার্জি

খোকা ও বাবুই
ও আমার ছোট্ট বাবুই
কেমন লেজটি তুলে নাচো।
সারাটা দিন যাও হেথায় হোথায়,
দুষ্টুমি তেও আছো।
ও আমার ছোট্ট বাবুই।
তোমায় দেখি সকাল সাঁঝে।
যখন ইস্কুলে যাই, পড়তে গিয়ে,
আসা যাওয়ার পথে।
ভাবি বসে তোমার কথা।
কেমন স্বাধীন আছো।
আমার, শুধুই একটু খেলাধূলা।
তুমি কি আমার মতন।
কখনো ইস্কুলেতে গ্যাছো?
ছাদে উঠে দেখেছিলাম।
শুধুই গাছের ডালে নাচো।
বাসাটি বেশ বুনতে পারো।
কে শেখালে তোমায়?
বলনা গো বাবুই তুমি।
আমি,শিখবো গিয়ে সেথায়।
বাবুই বলে এই ছোট্ট বাসায়।
তুমি থাকবে কেমন করে!
আমার হোল ক্ষুদ্র দেহ।
তাই ফিরি এই ঘরে।
দেখবে তুমি ছোট্ব আমি।
হয়ে যাবো, একদিন।
দাদুর কাছে শিখে জাদু।
হবো সেদিন স্বাধীন।
আমার দাদু জানে জাদু।
শিখতে তুমি চাও?
লাগবে না তো পয়সা কড়ি!
এখন ঘরের পথে ধাও।