ক্ষত
যখন অলস ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে
আর মুখ থেকে একটাও শব্দ, না হবে
তুমি কি ছিলে? তুমি কে ছিলে??
তুমি রক্তাক্ত……….মৃত প্রায়
কোথায় ছেড়ে এসেচ্ছো, কোথায় সরে যাও
তবুও বিপ্লব নেই, প্রতিবাদ নেই
নেই জমায়েত, নেই বিক্ষোভ প্রকাশ
সবাই ব্যস্ত……হতো বা থাকার চেষ্টাই
কিছুই হয়নি তেমন, প্রায়ই তো হয়
তাই তো, চুপ……. চুপ থাকা প্রথা চালু
নিথর দেহ,গোলাপ মুড়ে ……………
কফিন বন্দি হয়ে আসে
তুমি
বিলীন আমি শূন্য আকাশে
কুয়াশা চোখে লাগে..
আগুনে পুড়ে সাক্ষী আমি
এত শতাব্দী ধরে…
খামখেয়ালী জীবনে কেন !!
এমন হয়ে যায়….
তোমার, চোখে হীরের কুচি
হৃদয় কেটে যায়….
সবগ্ৰার্সী চোরাবালি
মায়ার মরীচিকা….
ছিলাম আমি এলোমেলো
বাউন্ডুলে পাখি…..
মিলিয়ে যেতাম, দূরে কোথাও
তারার মতো রাতে…..
তুমি… তুমি…. তুমি কেন
সামনে আমার এলে….
আমার, আমি হারিয়ে ফেলি
এই নিবিড় শক্তির কাছে।।