অণুগল্পে রমেশ দে

যোগ বিয়োগ
শঙ্কর আজ ইউনিভার্সিটির ছাত্র। ছোট্ট বেলা থেকে সে অঙ্কে প্রথম হয়ে এসেছে। ছোট্টবেলায় যোগ, বিয়োগ দিয়ে সে প্রথম অঙ্ক শিখতে শুরু করে। আজ অঙ্কের উপর সে পড়াশোনা করছে। জীবনে অনেক জটিল অঙ্কের সে সমাধান করেছে। তারা চার ভাই, মা, বাবা আছেন। তিন ভাই খুব বড় অফিসে চাকরি করে। কাজের জন্য আর অজুহাত দেখানোর জন্য আজ তারা কেউ বাড়িতে নেই। বাবা, মাকে কেউ নিয়ে যেতে চায় না। কেউ বলে আমার ছোট্ট বাচ্চা। কেউ বা বলে আমার থাকার ঘর ছোট্ট। আবার তারা ছুটির দিনে এসে জমিজমা ভাগ করে নিতে চায়। আধুনিক বউ আর পাড়া প্রতিবেশীর উস্কানিতে তারা ভালো, মন্দের বিচার বোধ যেন হারিয়ে ফেলেছে। ঘর বাড়ি, জমি জায়গা তারা তিন জনের মধ্যে ভাগ করে নেয়।আর বাবা, মাকে ফেলে রেখে চলে যায়। শঙ্কর বাবা, মাকে নিয়ে এলো নিজের কাছে। আর বলতে লাগলো, “কেন শিখেছিলাম যোগ, বিয়োগের সেই সহজ অঙ্ক গুলো। যে অঙ্ক জোড়া লাগাতে পারে না। শুধু বিচ্ছেদ করে যায়। যে অঙ্ক জীবনে যোগ করতে পারে না। শুধু বিয়োগ করে যায়। অতীতের সেই যোগ, বিয়োগ ভুলে যেতে চাই। বর্তমানের এই যোগ, বিয়োগ আর মনে রাখতে চাই না। আর ভবিষ্যতের যোগ, বিয়োগ দিয়ে জীবন পাথেয় করে যেতে চাই!!!”