ক্যাফে কাব্যে সুকান্ত পাল

 নিজস্ব ভুবন

ভয়াবহ নির্জনতায়
নিঃশব্দ প্রস্থানের সময়
নীল আকাশ কিন্তু সাক্ষী ছিল !
মাতাল বাতাসেও গাছের পাতারা ছিল নিষ্কম্প ।
ভাঙা হৃদয় কান পেতে রেখেছিল ঠিক
কেউ বলে নি, ফিরে এসো ।

আর হয় নি অযাচিত  ফেরা
আঁধার রাতের আকাশে তো‌ আছে
হাজার লক্ষ‌ তারা !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *