কবিতায় চিরঞ্জীব হালদার

প্রশ্নমালা
নীল আলোর কোন প্রসাধনী ক্ষমতা আছে কিনা
আয়না তাকে প্রশ্ন করে।
কালো লবঙ্গ কোনো ছোঁয়াচে বর্ষণ আনে কিনা
নির্ভীক ব্রেসিয়ার তাকে প্রশ্ন করে।
ঝুমকো দুলের ভেতর কারা আত্মগোপন করে আছে রাত্রির তৃতীয় প্রহরের শীৎকার তাকে প্রশ্ন করে।
দামামার কোন ইহকাল পরকাল নেই।
বেহায়া বাদক তাকে জলে নামিয়ে প্রশ্ন করে
মৎস্যগন্ধা কেন তাকে তিথির হিসেব কষতে দেয়।
নক্ষত্র দেশ থেকে নেমে আসা গণৎকার
বলো বলো এই সব প্রশ্নের উত্তরদাতাদের
ভ্রমর হরণ করে কিনা।
সব নেতিবাচক উত্তরেরা আজ একযোগে ফুলবাজারে নীল গোলাপ কিনবে বলে
আমাজন ডটকমের ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে
হাই তুলছে।