কাব্যানুশীলনে দীয়া হালদার

জাগরণ

রুদ্ধ হোক শ্বাস ওদের
বদ্ধ হোক হস্ত
জাগতে হবে তোমাদের নারী
যারা হয়ে আছো ত্রস্ত
এ রাত তোমার, তোমারও এই দিন
ভীত সন্ত্রস্ত হয়ে বাঁচবে আর কতদিন?
বাঁচতে হলে লড়তে হবে
আর করো না ভয় –
লড়তে হবে তাদের সাথেও,
যারা বলে – “যে সয় সে রয় ”
সহ্যের সীমা পেড়িয়েছে ওরা ;
নিজেদের করো প্রস্তুত ,
গাত্র তোমার অগ্নি হোক
দৃষ্টি তোমার বিদ্যুৎ ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *