হৈচৈ কবিতায় অঞ্জলী মুখার্জি

বিল্লী ভায়ার কাশী যাত্রা
বিল্লী ভায়া যাচ্ছে কাশী।
হুতুম পেঁচা সঙ্গে পিসী।
ঘরে ছিল কুত্তা ভুলো।
অবশেষে সঙ্গী হোল।
হায় রে ! কে আর রইবে বাকী।
এসে এদের দেখাদেখি।
রাত পোহালেই ট্রেন ধরবে।
খাবার আসে রাশি রাশি।
মাছের মুড়ো থাকবে পাতে।
বিল্লী ভায়ার জন্য রাতে
পেঁচার পিসী খায় নিরামিষ
যেদিন হতে সগ্গে গ্যাছে।
স্বামী ছিলেন ঘোর বিরোধী।
আমিষ রান্না নিলে পাতে।
তার জন্য যাবে ফলের ঝুড়ি
বইবে সাথে পিসী বুড়ি।
আবার, মিষ্টি ফলে অনীহা তার।
যদিও আড়াল পেলেই খায় সে দেদার।
কান্ড দেখে বিল্লী ভায়া।
খাচ্ছে হেসে গড়াগড়ি।
ভাবে বসে এ দলকে নিয়ে।
কখন আমি ফিরব বাড়ি!