সম্পাদকীয়

টেক টাচ টকের প্রতিদিনের পথচলার সাক্ষী আমি দীর্ঘ সময় ধরেই। পত্রিকার পাঠকদের একজন হয়ে, অন্যতম লেখক হিসেবে সহযাত্রী হিসেবে চলা, সে’ও অনেকদিন হয়ে গিয়ে থাকবে। এভাবেই কবে কবে যে নিজেও টেক টাচটক পরিবারের একজন হয়ে উঠলাম, বুঝতেই পারিনি। আজ এক ভিন্নতর দায়িত্বে আমার পদচারণার শুরু। এবার থেকে পত্রিকার রবিবারের সংস্করণ “সাহিত্য Droom” প্রকাশ পাবে।আমার সম্পাদনায়, আর অবশ্যই প্রিয় লেখক ও পাঠক বন্ধুদের সক্রিয় সহযোগিতায়।

সকলে সঙ্গে থাকবেন, হাতে হাত রেখে চলবেন টেক টাচ টকের প্রতিদিনের এই সাহিত্য সফরের সহযাত্রী হয়ে, এই আশা রাখি।

 

শুভঙ্কর চট্টোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।