কবিতায় সুদীপ্ত মাজি

দেখা
সকাল ফুরিয়ে এলে মনের ভেতরঘরে বিভাবরী জাগে।
একটি দুটি তারা ফোটে নির্মল আকাশে।
ঝঞ্ঝাঝড়, কালবৈশাখীর
বৃষ্টি আর উদ্বেলিত প্লাবনের ভয়
পেরিয়ে পেরিয়ে
নৌকোর গলুই জুড়ে লুকোনো কস্তুরীগন্ধ জাগে…
কামিনী ও কাঞ্চনফুলের
সুগন্ধের ধৃতিমান স্মৃতিগুলি রাত্রির কালোয়
নতুন অক্ষর লিখে যায়।
যে আলো অভূতপূর্ব, তাকে দেখি রাত্রির ছায়ায়…