কবিতায় যশোধরা রায়চৌধুরী

পাহাড়ে
প্রতিদিন ছুঁতে চাওয়া, প্রতিদিন ছুঁতে চেষ্টা করা
প্রতিদিন ব্যর্থতা চোয়াঁনো
প্রতিদিন ঝাঁপ দিতে চাওয়া আর সামলে নিয়ে কিনারে দাঁড়ানো
চায়ের কাপের কানা ধরে হাঁটা পিঁপড়ের মতন।
এই এক হাইওয়ে প্রান্ত , এই এক চায়ের দোকান।
পাহাড়ের ঢালের মুখের কাছে দাঁড়ান কেবল
ভাঙাচোরা চায়ের দোকানে
পাহাড়ের এক প্রান্তে, যেইখানে শুরু হয় ঢালু
ওখানেই চায়ের দোকান কেন তৈরি হয় , খড়কুটো
ফ্লেক্স আর প্লাইবোর্ড দিয়ে
বাঁশের বাঁধন দিয়ে, যেন পড়ো পড়ো?
এই অনিশ্চিতি আর স্থিতিবোধ পাশাপাশি রাখা
সামান্য ভূকম্পে কিম্বা ঝড়ে পড়ে যাবে যেন, এই ধরে রাখা
পাখির বাসার মত কুটোখড়ে বাঁধা, মগডালে?
ওখানে দাঁড়াই এসে, বাহিরের দরজা খুলে দেখি
এক ঝাঁপে নিচে নেবে যাওয়া যায় অতল খাদের দিকে , তবু