প্রবাসী কলমে মোহাম্মদ শামীম মিয়া
জয় হোক শ্রমের
আঠারোশ ছিয়াশি শিকাগো
এক-হয়েছিলো শ্রমিকের দল,
অধিকার আদায়ে মার্কেটের সামনে বয়েছিল রক্তের ঢল।
শ্রমিকেরা নির্যাতন-নিপীড়নেও
হারায়নি তাদের মনোবল,
ন্যায্য অধিকার ও পাওনা আদায়ে
ছিলো একতার বন্ধনে অবিচল।
তাদের ত্যাগে আজ মে দিবস
পালন হচ্ছে বিশ্বের সব দেশে,
আজকের দিনে শ্রদ্ধা জানাই
যাঁরা লড়েছিল বীরের বেশে।
জয় হোক মেহনতি শ্রমিকের
সার্থক হয়েছে শ্রম-ঘাম,
সবাই পাক সম-অধিকার
মজুরীর সঠিক দাম।