• Uncategorized
  • 0

কবিতায় বলরুমে – ধারাবাহিক নিবিড় সাহা

অন্দরমহল ১

আটপৌরে শাড়ির স্পর্শ মাখা ভোর
চারা গাছটির গায়ে ছুঁয়ে থাকে
কুসুম রোদ, স্নিগ্ধ শিশির আরো কত স্নেহ l
এ কোল থেকে ও কোল
অচেনা উঠোনের মাঝে চঞ্চল শালিখের চোখ,
খুঁটে খেতে চায় আদরের দানা l
আটপৌরে আঁচলের মাচা বেয়ে দুটি হাত
ছুঁতে যায় রাতের আকাশ,
আয়, আয় চাঁদ মামা
টি দিয়ে যা……….l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।