কবিতায় বলরুমে মন্দিরা গাঙ্গুলী
মুহূর্তের জন্য
পাইনের সারির পাশ দিয়ে
পাকদণ্ডী, হাঁসুলিবাক পেরিয়ে
সন্ধের দিকে মায়াবী এক ঘর
দূরে আলো-ঝিকমিক বসতি
সুদীর্ঘ অপেক্ষার পর মনবাসা
গ্রহে পা রেখে নক্ষত্রের কাছে ঋণী
সময় এগোলে ছেড়ে যেতে হয় সব;
এই ফুল, পাহাড়, মন মাতানো ঠান্ডা হাওয়া
সব ফেলে নিজেকে গুছিয়ে –
অপেক্ষা আর স্মৃতিতে বসত
মুহূর্ত খানেক শুধু অপার পাওয়া
যা ছুঁয়ে যায় আজীবন