কবিতায় দেবযানী সেনগুপ্ত

নিরুদ্দেশের প্রতি পত্র
মা শিবানী, তুমি কেমন আছো?
যেখানেই থাকো ভালো থাকো,
কতদিন দেখি না তোমার মুখশ্রী খানি,
অভিমান ভেঙ্গে এবারে বাড়িতে এসো,
মা তোমার খুবই অসুস্থ,
হয়তো ইহলোকে আর থাকবেন না।
জানি না আর তাকে দেখার সুযোগ পাবে কিনা,
ফিরে এসো মা যেখানেই থাকো,
কতদিন হল তুমি এ ঘর ছাড়া,
বিধাতা পুরুষ তোমাকে দেখার সুযোগ কি দেবে?
অভিমান ভুলে বাড়িতে ফিরে এসো,
সেই ছোট্টবেলার মতন লাফিয়ে কোলে,
তোমার যা ইচ্ছা তাই না হয় হবে,
তোমার ভালোবাসার ঘরেই আমি তোমাকে পাঠাবো,
পৃথিবীর যাবতীয় সুখ হোক তোমার করতলে।
মা গো, এই বুড়ো বাপ টা যে,
আর পারে না রে মা!
ফিরে আয় মা ফিরে আয়,
রোজ সন্ধ্যা বেলায় দরজা খুলে বসে থাকি তোর প্রতীক্ষায়,
যদি তুই বাড়িতে আসিস,
ফিরে আয় মা, ফিরে আয়,
আর কষ্ট দিস না মা বুড়ো বাপ কে।
কেঁদে কেঁদে প্রায় অন্ধ হয়ে গেছে মা তোর,
এই তিন মাস এক গ্রাসের বেশি ভাত খাওয়াতে পারি নি,
তোর দাদা প্রতিদিন থানাতে যায়,
নানান কটূক্তি শুনে চলে আসে আর কাঁদে লুকিয়ে লুকিয়ে।
ভাই খুব ভালো ফল করেছে প্রথম স্থান অধিকারী হয়েছে,
অধীর আগ্রহে অপেক্ষা করছি তোর জন্য,
এই বুড়ো বাপ টা কে আর কষ্ট দিস না মা।
ফিরে আয় মা, ফিরে মা, ক্ষমা কর আমাদের।
ইতি ….তোর বাবা
বিবরণ:
রঙ: ফর্সা
উচ্চতা: ৫ফিট ৫
পরনে ছিল লাল সালোয়ার আর হলুদ রঙের ওড়না।
পায়ে চটি
যদি কোন সহৃদয়ী ব্যক্তি সন্ধান দিতে পারেন, তাকে নগদ পনেরো হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।।