কবিতায় চন্দন দাশগুপ্ত

আশ্রয়
একটা বড় গাছ দেখেছিলাম,
তার যে ছিল অনেকগুলো ডাল,
প্রত্যেক ডালে কিন্তু ছিল একটিমাত্র ফল,
নাঃ, আম-কাঁঠাল-লিচু নয়,
ফলগুলো আমরা সবাই চিনি…
ছিল….গল্প-উপন্যাস-কবিতা-নাটক-গান,
কোনটা ছেড়ে কোনটা নেব ?
ভাবতে ভাবতেই চোখে পড়ল,
গল্পের ডালের পাতাগুলোতে রয়েছেন,
রবীন্দ্রনাথ, বনফুল, ও হেনরি, আর জ্যাক লন্ডনের মতো অনেকে,
উপন্যাসের ডালে আছেন…
রবীন্দ্র-শরৎ-বঙ্কিম-মানিক-বিভূতির সাথে,
সুনীল-সমরেশ-বুদ্ধের মতো অনেকে,
কবিতায় আছেন রবীন্দ্রনাথ-মাইকেল,
আর মিলটন-টেনিসনের দল,
নাটকে ডি এল রায়ের সাথেই আছেন,
রবীন্দ্রনাথ আর উইলিয়াম শেকসপিয়র,
এই পুস্তক দিবসে আমি একটা সিদ্ধান্ত নিলাম…
এই গাছের গোড়ায় রোজ জল দিতে হবে,
মাঝে মাঝে দিতে হবে সার,
আর সবচেয়ে বড় কথা,
আমি আজই গৃহত্যাগ করব,
আশ্রয় নেব এই গাছেরই কোটরে,
সেখানেই আমৃত্যু থেকে যাব…