প্রবাসী কলমে আবদুল বাতেন

অপ্রতিরোধ্য
প্রেমপূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তোমাকে
ফেলে যাচ্ছে, চুমুর চালান
অস্থির আলিঙ্গনও।
তোমাকে রেখে যাচ্ছে, মেঘের মাতামাতি
ছেড়ে যাচ্ছে, বৃষ্টির বন্ধুতা
রংধনুর উঁকি।
নদীও নিঃস্ব করে চলে যাচ্ছে, তোমাকে
ফিরে তাকাচ্ছে না, বনবসন্ত
প্রত্যুষেরও পাখি।
তোমাকে বয়কট করলেও, সুখস্রোত
বড় একা করলেও, বিরহবেদন
তুমি একাই অসংখ্য এবং
অপ্রতিরোধ্য॥