কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

সোনালী বাগান
যেখানে আকাশ স্থির আঁখিপল্লব যেন
যেখানে বাতাস আলস্যে ভোলায় মন
যেখানে ধু ধু বিষণ্ণ প্রান্তর শুয়ে একা
সেখানে শুধুই পশুর পদছাপ অচেতন
যেখানে নেই বসতির স্থায়ী ঠিকানা
যেখানে পাহাড়ী নদীর খাত শুষ্ক জলছড়া
যেখানে শ্বাস নিলে ফুরোয়না অম্লজান
সেখানে জ্বলন্ত চোখ শ্বাপদ ও শ্রান্তির গাঁটছড়া
যেখানে বাংলো এক দৃশ্যমান বিমের জটায়
যেখানে ভূসংলগ্ন আর্চে লাগে বিস্ময় আভাস
যেখানে রাফটার তুষারের ভার নেয় অবলীলায়
সেখানে ঝুলে আছে শত বছরের ইতিহাস
যেখানে চিত্রকর আঁকে মনকেমনের ছবি
যেখানে দিন যেন রাতের মতোই নির্জন
যেখানে ধসে যায় জীবনের সব অহঙ্কার
সেখানেও সমর্পিত যাপনের সব আয়োজন।