কবিতায় চন্দন দাশগুপ্ত

সময়ের ক্ষত
সময়ের ক্ষত গভীর থেকে গভীরতর হয়,
তবু কাশবনে বয়ে যায় চৈতালী হাওয়া,
ভাঙা জানালার শার্সিতে ফুটে ওঠে,
পৃথিবীর অস্পষ্ট মানচিত্র,
অকারণ আক্রোশে ভেঙে ফেলি বারবার,
জীবনের কাঁচামিঠে সব স্বপ্ন-কে,
ফিরে যেতে চাই ঘুঘুডাকা শৈশবের ভোরগুলোতে,
অন্ধকার…..আরও অন্ধকারে চলে যেতে চাই,
চাই বারবার হারিয়ে যেতে,
নিথর অরণ্যের অনাবিষ্কৃত তারুণ্যে,
কিংবা, ধূসর কোনও চোরাবালির গর্ভে,
জানি, আজ বসন্ত এসে গেছে,
তবু জানতে চেয়ো না, আমার অতীত,
যা চিরকালের মতো ঢাকা পড়ে গেছে,
সময়ের গভীর সেই ক্ষতে।