T3 নববর্ষ সংখ্যায় প্রণব শংকর গাঙ্গুলি

অতি দর্শন

সে এক আশ্চর্য আলো ,
ব্যপ্ত হয়ে আছে দশ দিক ।
জ্বালা নেই ,তাপ নেই,
হিমেল দংশন নেই ,
গতি নেই আনহিক বার্ষিক ।
তাই ঋতু নেই ,
নেই রাত্রি – দিন তাই ,
শুধু আলো ,ছায়া নেই ,যেদিকে তাকাই।

সুর গন্ধ গলে গলে
মিশে যায় সেই আলোতেই।
প্রেম নেই ,আলিঙ্গন নেই ,
অখন্ডিত অবয়ব ,
আলোময় ,
বুঝি সত্য সেই ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।