লুব্ধকের কথা,আগে যা বলা হয় নি
কালপুরুষের দু’পায়ের নীচে সেই কবে থেকে
শিকারী কুকুর, লুব্ধক দাঁড়িয়ে আছে,
একচুলও নড়ে না,তাকায় না কোন দিকে।
তার এই একনিষ্ঠ দায়িত্ববোধ দেখে থাকতে না পেরে, সাহস করে বললাম,
নে,এই গুড় মাখানো রুটিটা নে,চলে যা এখান থেকে,আড়ালে বসে খা গা!
লুব্ধক কোন সাড়া শব্দ করল না, যেমন দাঁড়িয়ে ছিল সেভাবেই দাঁড়িয়ে থাকল।
বুঝলাম,খাবার পছন্দ হয় নি কিংবা আমার কথাটা হয়তো বুঝলই না!
আর একদিন সন্ধে নামতেই জর্জ ওয়াশিংটনের
মুখ আঁকা ডলারে মুড়ে একটা চিকেন ললিপপ
মুখের সামনে ধরে মহাজাগতিক ভাষায় বললাম,
নে,এটা নিয়ে সরে পড়, আদিগঙ্গার পাড়ে
আরামে চিবো, কেউ জানতে পারবে না!
লুব্ধক লোলুপ চোখে তাকিয়ে রইল,কিছুক্ষণ।
ভোর হওয়ার আগেই পশ্চিম আকাশে তাকিয়ে দেখি, কালপুরুষ সহ লুব্ধক উধাও
তারপর ছয় মাস তাকে আর কেউ দেখেনি।