T3 নববর্ষ সংখ্যায় মধুপর্ণা বসু

যূথবদ্ধ
কেউ কথা দিয়েছিল দিন বদল-
অনবদমিত মনস্তাপ কর গুনে গুনে
অব্দ পার হয়ে গেছে অসহায়,
জুড়িয়ে যায় কবিতা পত্রে অক্ষম ইস্তেহার। তবুও কোথাও যেন অস্ফুট বেজেছে
পরজের সুর রাত্রির নিগার বন্ধন ছিঁড়ে
বিচ্ছুরণ কানে বাজে যন্ত্রণা অনুসঙ্গে
তীব্র হাহাকার ঠেলে..
এসব বৃত্তান্ত বায়োগ্রাফির সোনার পাতা,
এসব যুদ্ধরত দিন, অনাবাসী রাত,
তুমুল নিজের সাথে মতান্তর সৃষ্টি করে
অতএব ব্যতিক্রমী ক্যানভাস,
তাতে তোমার স্বপ্ন ভঙ্গুর সময়,