T3 নববর্ষ সংখ্যায় সোনালি

নতুন দিন
সেই যে বৈশাখ আর রোদ ছায়া মাখা কিছুদিন,
মাধবী করবী আর
আম জাম জামরুল, বাঙালির ছুটি
সে সব মুছেই গেছে।
গ্রামগঞ্জ মফস্বলও এখন কানেক্ট ।
নেটওয়ার্ক না থাকলে জীবন অচল।
অথচ, আরেকটু ভালো লাগলো না তো কই?
শহরের গন্ধ গান রিলের জোয়ার
ডাহা ফেল করে গেলো।
কৈশোর তো ক্ষিপ্ত হয়ে মাথা ঠোকে, স্ক্রিনে
ও কাগজে। কুচিয়ে উড়িয়ে দেয় বইখাতা
শ্রদ্ধা ও মনন।
প্রথম প্রেমেও আজ শুধু বিপণন।
তাকাতে গেলেও ভয়। চুমুতে ভিডিও।
প্রেমপত্র তবু তুমি মনে মনে দিও
ইমোজি কথার ফাঁকে।
বাচ্চাগুলো খুঁজে পাক আলো,
এই তো প্রার্থনা রাখি।
আশা দেবী, এসো আজ, ঘরে ঘরে
চ্যাট-বটে উষ্ণ শিখা জ্বালো।