T3 নববর্ষ সংখ্যায় শ্যামলী দাস

মহাপ্রস্থান
অব্যাহতি পেলে ঠিক কতটা শান্তির ঘুম!
কতটা মুক্তি!
কতটা দূরে গেলে মানুষ অচেনা হয়!
এসব কথা থাকুক বিষ ঢালা জলের তলায়।
মায়ার সংসারে মাদুলিও ফেল করে।
ঠিকুজির চেনা ছকে আলটপকা কাটাকুটি,
সার্সি তে মুখ দেখে দেখে ক্লান্ত বিকেল।
একটু নুনও জোটে না কপালে!
তায় মাছ- ভাতের স্বপ্নে বিভোর।
অদৃষ্টের লিখনে পান্তাভাত টুকু সম্বল করে
থানে থানে মানত দিই।
এ যাত্রা বেঁচে গেলে হাতি-ঘোড়ায় ভরিয়ে দেবো
মহারাজের অশ্বত্থতল।
ঠিকঠাক মুক্তি পেলে, ঈশ্বর কি ফিরে দেখে!
নাকি! মহাপ্রস্থান!