T3 নববর্ষ সংখ্যায় ডরোথী দাশ বিশ্বাস

কেটে যাক…
ছিন্ন পাতার মত ঝরিয়ে দাও বিষাদ-স্মৃতির সম্ভার,
ছেঁড়াখোঁড়া পাল নামিয়ে উড়িয়ে দাও পালক মেঘের ধ্বজা
ধূসর মরুপথ হয়ে উঠুক সবুজ আলপথ
ক্রোধ যেন না হয় লেলিহান দাবানল,
স্নিগ্ধ চাঁদের আলো ছড়াক ওম।
ভিড় যেন ভারাক্রান্ত মন-
জনহীন প্রান্তরে অনন্ত বিষাদ
এ দুইএর মাঝে আছে তোমার সে পথ
যে পথে সহায় হবে ছায়াসঙ্গী জন।
সাফল্যের ভরা-কটাল নয়, নয় মিথ্যে শংসাপত্রের আলো-
কর্মে চেতনায় তিরতির বয়ে যাওয়া পল
রুদ্ধ করেনা কখনো জীবনের গতি
এভাবেই কেটে যাক আর একটি নতুন বছর—-