T3 নববর্ষ সংখ্যায় উজ্জ্বল দাস

ভালো থেকো নতুন বছর
শেষ খেয়া চলে গেছে ফালি নদী বেয়ে
ফিরে গেছে বসন্ত শেষ গান গেয়ে।
আমাতে তোমাতে এই বর্ষ যাপনে
কেতকি মালতিলতা হাসে আনমনে।
কসমস চাঁপা আর অমলতাসে
কথা বলে চুপিচুপি মুখ টিপে হাসে।
ভালবেসে ভালবাসা বছরের শুরু
গ্রীষ্মের রাঙ্গা চোখ যত হোক পূরু।
কতশত পাখিদের নানা কলরব
নতুন বছরে নিও ভালবাসা সব।
ভালো থেকো খুশি থেকো নতুন বছর
পুরোনো কালো যা আছে মুছে হোক ভোর।
মনে রেখো কানে কানে বলছি তোমাকে
শুরুখানা ভালো হলে শেষ ভালো থাকে।
ভালো থেকো খুশি থেকো নতুন বছর
মন্দটা ভালো হোক খুলে দাও দোর।