কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা

অন্দরমহল ৩

জটিল সূত্রের জট খুলে খুলে সকাল এগোতে থাকে…..
খুলে রাখা মানচিত্রের উপর নেমে আসে রাত l

ক্যাম্বিস বল উড়ে গিয়ে, যে জানলার কাচ ভাঙে
সেখানে উকি দেয় গোধূলির একফালি চাঁদ,
সন্ধ্যায় পড়ার টেবিল জুড়ে জোৎস্নার আলো l

আর্কিমিডিস, ডারউইন, পিথাগোরাস মুচকি হেসে
শুভরাত্রি জানিয়ে বিদায় নিলে
বালিশ আর মাথার মধ্যিখানে সেই একফালি চাঁদ,
জট খুলে যায় চুম্বকপ্রবাহ সূত্রের
প্রবলভাবে আকর্ষিত হতে থাকে
ক্যাম্বিস বল আর কাচভাঙা জানলা l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *