কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল (গুচ্ছ কবিতা)

হঠাৎ করে চলে যায়

আমি শিখেছি
পৃথিবী কারো জন্য থেমে থাকে না..
আমি শিখেছি
সকাল সবসময় আসে…..…
হঠাৎ করে চলে যায়……
যখন সন্ধ্যা নামে
আর রাতের অন্ধকার যত দীর্ঘ..
ভোরের সূর্য উঠবে তত পরে..
আমি শিখেছি
কয়লা কালো ..
ধুইলেও যায় না ময়লা…
তেমনি কিছু মানুষের হৃদয়ও…..
আমি শিখেছি
যে কফি কালো..
ঠিক তার চেহারা হয় একই..
আমি শিখেছি
কিছু মানুষ মৃত্যুর সাথে সাথে সকলের
অনুভূতিও মরে!
তেমনি আবার কিছু মানুষ আছে
মৃত্যুর পরেও ..
বেঁচে থাকা মানুষদের সারাজীবন সঙ্গ :
তারা চলে গেলেও……
 তাদের কোন প্রতিস্থাপন নেই
নেই স্থান কেউ পূরণের ।।

তুমি প্রেরণা অতীত ফুল

আমাদের মাঝে শহর আসবে, আমার আর দেখা হবে না
ঝিনুকও আমাদের জড়ো করবে না, হয়তো পরে  মারা যাবে
আর জানবে না তার গোলাপ গাছে গোলাপ
ফুটেছে
হয়তো তুমি প্রেরণা ছিলে ততদিনে তুমি অতীত
হবে
নতুন আমেজে কোন তীর্থ কুমারী পূজা পার্বণে ব্যস্ততা থাকবে
বলবে না, আমাকে বসন্তে এনে দাও! কেউ বলবে না
সঙ্গী সঙ্গিনীর মৃত্যুকে ভালোবাসবে না
ভাগ্যবান আর দুর্ভাগা কেউ তোমার জন্য
থাকবে না
সকলেই  তার অনুভূতি দিয়ে ভাগ্য তৈরি করবে
সেই অংশ শুরু হয়,নতুন রূপে,নতুন আঙ্গিকে
নতুন গল্প লেখা – উদ্দেশ্য সাধনা,
উদ্দেশ্য নির্ধারণ –  একটি স্বপ্নের শুরু!
একটি দৃষ্টি থাকবে – একটি ইচ্ছা তৈরি হবে!
অতীতে যা কিছু ঘটেছে তা শেষ হয়ে যাবে!
 কখনও আর কাউকে প্রভাবিত করবে না
ধাপে ধাপে নিজের পৃথিবী তৈরি করবে
আর  হতাশার কাছে আত্মসমর্পণ করবে না
আর বলবে না আমি ব্যর্থ!!
শুধু উঠে সামনে এগিয়ে যাবে – সফলতার সিড়ি শুরু হয় শীর্ষে পৌঁছানোর একটি ধাপ দিয়ে…!!

ষষ্ঠ ইন্দ্রীয় হৃদয়ের বাহন

তোমাকে ভালোবাসি… গোধূলি আকাশে জ্বলজ্বল সন্ধ্যা বেলায় :
তোমাকে ভালোবাসি…
ভালবাসা তলোয়ারের মাঝে গোলাপের পাপড়ি দিয়ে
মতবাদ গলায় ফিসফিস করে বলি… যাতে তুমি আমার প্রেরণা হয়ে থাক।
তোমাকে ভালোবাসি…
হৃদয়ে অদ্ভুত অনুভূতি টানে,
মেঘের অদ্ভুততা হৃদয় অনিরূদ্ধতায় স্বপ্ন তারার চোখে।
তোমাকে ভালোবাসি…
বৃষ্টি ধারার নীরব সময় অথবা দূরে কোথাও শিশিরের ফোঁটা।
তোমাকে ভালোবাসি…
আলোকিত থেকেও তোমার পথ চিহ্নে
সন্ধ্যার তারাদের ফাঁদে তোমার হাসির উষ্ণতায়।
তোমাকে ভালোবাসি …
জলের স্পষ্টতা থেকে,তোমার চোখে রাতের ঈর্ষা থেকে
তোমার কোটে পারফিউম থেকে,ভালোবাসার নিঃশ্বাস এইটুকু জানি।
তোমাকে ভালোবাসি…
যেমনটা ভালোবাসে পাখিটা তার নীড় ,
স্নেহময় আর কাব্যিক দৃষ্টিকোন,বিস্ময়কর ক্ষমতা ষষ্ঠ ইন্দ্রীয় হৃদয়ের বাহন।
তোমাকে ভালোবাসি…
হৃদয়ে কবিতা নাম ভূমিকায় অবতীর্ণ ভালোবাসা পুস্পিতার আকাশ আলো হৃদয় মোহনা সৃষ্টি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।