কবিতায় পদ্মা-যমুনা তে মোহাম্মদ শামীম মিয়া

স্বপ্নের দেশ
এমন একটা দেশ চাই
ঠিক মনের মত,
যে দেশে সুখ আছে
নেই শোক-ক্ষত।
এমন একটা দেশ চাই
নেই কোন দ্বন্দ্ব,
আছে বাক স্বাধীনতা
সুর আর ছন্দ।
এমন একটা দেশ চাই
নেই দুর্নীতি,
একে অপরে ভাই ভাই
আছে সম্প্রীতি।
এমন একটা দেশ চাই
নেই চুরি ছিনতাই,
নিরাপদে ঘরে ফিরে
মানুষ রাত দিনটাই।
মনে আছে সাহস আর
বুকে আশা বেশ,
স্বপ্নের সেই দেশের নাম
প্রিয় বাংলাদেশ।