কবিতায় শম্পা সামন্ত

কদম ফুলের গন্ধ
ঘুম নেই।
নিথর দুচোখে শুধু জাগরণ।
অনন্তকাল।
প্রেমে নিয়ম অনিয়ম বলে কিছু নেই।
চোখের ভিতরে কুটীর।
নতজানু প্রবেশ করেছি কঠিন গুহায়।
ঘুমের ভিতরে , ব্যভিচার বলে কিছু ছিলনা কখনো।
গাছকে যাই বলে ডাকো,সে শুধু গাছ, পান্থপাদপ।
ঘুমের ভিতরে গাছ কাটা হলে চিতা জ্বলে।
সে যদি ক্রমে ফলবান হয়,ফসল ফলে আমাদের।
শাখায় শাখায় জড়াজড়ি।
দাবানলে আগুন লাগে বহুকাল।
ধরো শ্লেটরঙের পাহাড়, নদীরং পেনসিল।
বিরহের বানানে লেখো বৃষ্টির প্রতিলিপি।
আমাকেও ডেকে নাও জলোচ্ছ্বাসে, ভেজাও আমাকে।
বুনো ছেলের মতো অভিসারী চোখে সূর্মা গচ্ছিত রেখে খেয়েছি খেজুরের দানা।
তোমার শরীর জুড়ে তখনো কদম ফুলের গন্ধ।