গল্পেরা জোনাকি তে সুতপা পূততুণ্ড

ভাইয়া (অণুগল্প)
কি গো শুনছ, একটা কলসি এনো ত!
আচ্ছা নিয়ে আসব।
পরের দিন দীনেশ কুমোর পাড়ায় যায় একটি মেয়ে ছোট বড় কলসি বিক্রি করে,দীনেশ ওর থেকে একটা ছোট কলসি কেনে,স্ত্রী ফোন করে জানায় ওর বড় কলসি লাগবে।
দীনেশ আবার ঐ দোকানেই যায় আর ছোট কলসি ফেরত দিয়ে বড় কলসি নিতে যায় কিন্তু মেয়েটি রাজি হয় না।
দীনেশ বলে একটু আগেই আমি এই দোকান থেকেই ছোট কলসি নিয়ে গেলাম,তখন আরেকজন মহিলা বিক্রি করছিল।
কিন্তু এটা ত আমার দোকান এখানে আর কেউ কি করে বিক্রি করবে?.
দীনেশ কিছু না ভেবেই দুটোই বাড়ির জন্য নিয়ে যায়।
পরের দিন ঐ রাস্তা দিয়ে যাবার সময় পুনরায় আগের মেয়েটিকে দেখতে পায়।
বন্ধুকেও দেখায়,কিন্তু বন্ধুটি বলে ও কাউকেই দেখতে পাচ্ছে না।সে বলে ওটা হ্যালোশিয়েশন হতে পারে!
দীনেশের মনে খটকা লাগে!
দীনেশ আবার একদিন ঐ রাস্তা ধরে আসে,এবার আয়না দিয়ে দেখতে পায়, পেছনের সিটে ঐ মেয়েটি বসে! দীনেশ একটু ভয় পেয়ে যায়।
মেয়েটি বলে তুমি এই রাস্তা দিয়ে দু বছর আগে যাওয়ার সময় আমি তোমার গাড়ির নিচে পড়ে যাই,তুমি আমায় চাপা দিয়েই চলে যাও!
দিনেশ সেই রাতের কথা মনে করে আরো সিঁটিয়ে যায়।
আমি তোমার কি কাজে লাগতে পারি বলো।
তুমি আমার বোনের দায়িত্ব নাও,কারন বোনের আমি ছাড়া আর কেউ নেই,আমি তাই মরেও শান্তি পাই নি।
দীনেশ এখন ছুটকির ভাইয়া।