কবিতায় বলরুমে (গুচ্ছ কবিতা) সবুজ বাসিন্দা

নষ্ট মেয়ের খোঁজ
একজন নষ্ট মেয়ের খোঁজ দাও আজ
যাকে কেউ কোনোদিন ভালবাসতে পারেনি।
সে যেকোনও ধর্মের হতে পারে,
যেকোনও জাতির।
আমি চাই তার সঙ্গে অজস্র রাত একলা হাঁটতে।
শুনতে চাই তার কথা, কিনে নিতে চাই তার ব্যথা প্রচুর প্রচুর দামে।
আমাকে একজন নষ্ট মেয়ের খোঁজ দাও আজ
যাকে দায়িত্ব দিতে পারি এই মন ভালো রাখার।
অপেক্ষা
বৃষ্টির মতো করে কেউ তো আজও জড়িয়ে ধরল না আমায়!
সেই যে কয়েকশো যুগ ধরে দু’হাত ছড়িয়ে ভাঙা পাঁজর নিয়ে দাঁড়িয়ে আছি একা।
একটা গোলাপ অন্তত ফুটুক এইবার,
বিঁধুক অজস্র কাঁটা এই শরীরে।
আজও কাউকে বোঝাতেই পারলাম না, যন্ত্রণার পাহাড়টা দিনে দিনে কত বড় হয়ে উঠেছে ভিতরে।
এইবার কেউ অন্তত এই পাহাড় চড়ে বুকের কাছাকাছি আসুক। কথা দিচ্ছি, বরফ গলার মতো করে আমিও গলে পড়ব কোনও এক মহাসাগরে।