কবিতায় সংহিতা ভৌমিক

সত্যি করে বল
অনুভূতি যখন প্রবল তখন সময় কথা খোঁজে,
আর ভালবাসা যখন প্রবল তখন কি রাত চোখ বুজে।
নিস্পৃহ উষ্ণতা ভেসে উঠে নিরব নিরালায়,
শব্দ গুলো আজও কি জীবন্ত দগ্ধ মনের আয়নায়।
মিথ্যে সব মেনে নেবো সত্যি কি কিছুই নয়,
অস্তরাগে দাঁড়িয়ে বিরহী মনে আজ শুধু হারানোর ভয়।
সমকোণী যখন তুমি – আমি আর আমাদের দূরত্ব,
অশ্রু ভেজা উষ্ণ চিবুক বোঝেননি অভিমান ভাঙ্গানোর গুরুত্ব।
অপেক্ষা অত্যন্ত সুন্দর,তবু নিভে যায় উজ্জ্বলতম রশ্মি পড়ন্ত বিকেলে,
ভাবনার প্রাচীর পেরিয়ে ইচ্ছে গুলো কি আজ বড্ড সেকেলে।
অস্থির ঘুমহীন রাত শেষে জানতে যে ইচ্ছে হয় –
কেমন করে কাটছে আমি বিহীন তোমার সময়?