কবিতায় বলরুমে গোবিন্দ ব্যানার্জী

তুমি ঝর্ণা হ’য়ে যেতেই পারো
গিঁটগুলো খুলে দিতেই
সময়ের অভিযাত্রা সম্প্রসারিত হ’য়ে গেল
এখন এমন কিছু অনন্ত
যার মুখের চামড়ায়
কপালে ওষ্ঠে এবং চিবুকে বা আঁখি পারিপার্শ্বে
যতগুলো অক্ষর সাজানো আছে
তাদের আরো একটু সজ্জিত ক’রে দিলেই
“ভালোবাসা” শব্দটি উজ্জ্বল হ’য়ে উঠতে থাকবে
তুমি রং ব্যবহার করতেই পারো, তাওও
সে সবই শেষ পর্যন্ত অনুরাগ হ’য়ে উঠবে
এই যে একটা হাওয়া ব’য়ে যাচ্ছে
আলসে ধ’রে হেঁটে যাচ্ছে বিচ্ছিন্ন বিকেল
তারও ওপারে সভ্যতার উচ্ছিষ্ট ছড়ানো আছে
সেখানের বসবাস শেষ হ’লে
একটা নদী কুড়িয়ে নিয়ো
আর উজানে ভাসতে ভাসতে চ’লে এসো
তুষার চূড়ার কাছে
তুষার খেলার সেই সুসময়ে
তুমি ঝর্ণা হ’য়ে যেতেই পারো
আর সেই উন্মুক্ত দিনযাপনের সন্ধ্যাকালে
মুঠো মুঠো পরিত্যক্ত সময়েরা এসে
গল্প বলতে শুরু করবে অসীমের
তুমি সেই বর্ণনীয়ের সামনে দাঁড়িয়ে থেকো