কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

ওরকম মনে হয়
ওহ্! বেঁচে থাকা মানেই
সুখ দুঃখ ব্যথা উপশম
ঘৃণা ভালোবাসা সত্য মিথ্যে
বাস্তবতা অভিনয়
স্মরণ বিস্মরণ— সব।
আসল কথাটা হলো—
পথ চলতে কতজন হাত ধরে,
আবার ছেড়ে চলেও যায়—
যে যায় সে আর ফেরেনা,
শুধু হঠাৎ হঠাৎ ঢেউএর মত
একসাথে পথচলার স্মৃতিগুলো
ভেসে উঠেই মিলিয়ে যায়,
দীর্ঘশ্বাস মিলিয়ে যায় বুদবুদের মত।
শখ কার নেই?
সবাই তো অলঙ্কারে অঙ্গ সাজায়
শক্তিমান তো সেই
যে কৃষ্টি কালচারে সাজিয়ে নেয়
কোমল মনের ভিতর বাড়ি।
তার কাছে যত আঘাত অপমান আর ছল-চাতুর্যের বরণডালা ম্লান ও নিষ্প্রদীপ।