কবিতায় চন্দন দাশগুপ্ত

এই জীবন
জল ঝরানো বাদল দিনের শেষে,
কাঁচপোকারা আলস্যে হাই তোলে,
স্মৃতির কুলুঙ্গিতে ভিড় জমিয়ে থাকে,
একতারাতে বেজে ওঠা সেই গান,
আজ তো আর উঠবেনা রোদ জানি,
মন খারাপের গলিপথেই হাঁটি,
পাহাড়তলীর গন্ধ নিয়ে সাথে,
শামুকখোল পাখিরা উড়ে যায়,
ওদের ডানায় কালপুরুষের ছায়া,
সাঁঝের আলো ফুরিয়ে যাবার আগে,
ব্যথার পাহাড় নাক বরাবর রেখে,
যেতেই হবে কুসুমডিঙার পথে,
বিষণ্ণ সেই বাদল দিনের শেষে।