কবিতায় নবকুমার মাইতি

নির্মোহ আত্মার সন্ধানে
প্রতিটি মানুষ এগিয়ে চলে, পলে অনুপলে
ইপ্সিত কর্মের সন্ধানে পরিব্যপ্ত পৃথিবীর পথে
দেহ ধারণ করে দেহাতিদের অন্বেষণ
গূঢ় সাধনার ধন ,সহজিয়া সাধন পথে
ভাটিয়ালি সুর তুলে জীবন বাউল
দিগন্ত রেখায় আকাশ মাটির কোলাকুলি
আর সব মায়ার জঞ্জাল: অনাত্মীয় রোদের
উৎস মুখের মত আমাদের চলমান জীবন
অপার্থিব আগুন ,উজ্জ্বল নির্মিতি চায় হিরণ্য প্রপাত
স্তব্দতার ভেতর নৈঃশব্দ অলক্ষে ডেকে নিয়ে যায়
পরমাত্মার সন্ধানে ,জগত ও জীবের কল্যাণে
দীক্ষিত হই অদ্বৈতবাদে ,গুরুপদে আচার্য শংকর
অযুতবর্ষ অশোক পৃথিবীর লক্ষ্যে পথ চলা
মানুষ একদিন হারিয়ে যায় দুর্নিবার শোকে দুঃখে
পড়ে থাকে অনিত্য বিষয়বৈভব, মাটির আলপদ ছুঁয়ে
কৃষিক্ষেত, কণকবরণ ধান, গাছ পাথর নদী
ক্ষণস্থায়ী সম্পর্কে শেখড় বাকড়
কাঠ কয়লা সম পাললিক শিলা, অনুতপ্ত হৃদয়
শরীরের অরণী ছোঁয়া ধুমোল আগুন
বিষময় পৃথিবীর ভয়ংকর ক্রান্তিকালে আজ
আমাদের ঐকান্তিক শপথ হোক-
মোহমুক্ত অবিনাশী অনন্ত পথরেখা
নির্মোহ আত্মার সন্ধানে!