কবিতায় সংহিতা ভৌমিক

শেষ বলা কথা
কোনো এক রাতে আমাদের গল্প শুরু হয়েছিলো,
কোনো এক রাতে আমাদের গল্পের ইতি হোক।
হয়তো ভালোবাসা অনেক বেশি পাবে অন্য কোথাও,
যদি না পাও তবে মনে রেখো এই পৃথিবীতে কেউ আছে যে তোমায় ভালোবাসে নিঃস্বার্থ।
অবহেলাও পাবে জেনে রেখো –
তবে এমনি করেই ভালোবেসে দূরে ঠেলে দিও না যেনো।
রাগ ভাঙাতে তখন হয়তো শিখে যাবে
সময় অনেক বদলাতে শেখায়,
যে সম্পর্কে কোনো পাওয়া নেই সত্যি তো সেই সম্পর্ক না টিকিয়ে রেখে ভালো থেকো॥