অণুগল্পে রমেশ দে

ভালোবাসা
যদি নিজের শরীরকে ভালোবাসতে শেখো কষ্ট পেতে হবে না। যদি নিজের মনকে ভালোবাসতে শেখো দুঃখী হবে না। যদি নিজের পরিবারকে ভালোবাসতে শেখো শান্তির অভাব হবে না। যদি নিজের বন্ধুকে ভালোবাসতে শেখো, সে তোমাকে বিপদে পড়তে দেবে না। যদি নিজের সমাজকে ভালোবাসতে শেখো ঝামেলায় পড়তে হবে না। যদি প্রকৃতিকে ভালোবাসতে শেখো ভালো পরিবেশের অভাব হবে না। যদি পশুপাখিদের ভালোবাসতে শেখো তারা, তোমায় কোনোদিন ছেড়ে যাবে না। যদি গরীব, অসহায় মানুষদের ভালোবাসতে শেখো মন্দিরে গিয়ে ভগবান খুঁজতে হবে না। যদি নিজের কর্মকে ভালোবাসতে শেখো সারা জীবনে সুখের অভাব হবে না।