কবিতায় বলরুমে সুজাতা দে

অন্য মা
চাঁদের প্রেমে ভেজা জোৎস্না মাখে বনাঞ্চল।
চকিতে শুভ্র চুমু ছুঁয়ে দিলে চরাচরে
কে বেশি খুশি বনজোৎস্না না চাঁদেরকিরণ?
কিশোরী বনহরিণী পালাতে চাইছে অতি দ্রুততায়।
“নগ্ন চাঁদ” বলছো এ তোমার কেমন অন্বেষণ!
“নষ্টা চাঁদ” উচ্চারণে বর্বরতার প্রতিধ্বনি ওঠে বাতাসে।
দগ্ধ কাঠ পুড়ছে সুখে; অস্থি ভাসানগামী…
ধর্ষণছাপ মুছতে চাইছো চান্দ্রমাসেদের নামে।
কলরবে বিশ্বে জারি থাকছে “সুবিচার হোক” ধ্বনি।
একমাত্র গর্ভধারিণী “মা” কাঁদছে মেয়ের সর্বনাশে।
বধিরতার আবরণ ছেড়ে তাকিয়ে দ্যাখো জন্মদাত্রীর সাথে “দেশ” ও কাঁদছে একসুরে।
“দেশ” যে মায়ের অন্য এক রূপ।
“দেশ” কি তবে তোমার বিচারে “মা” নয়?