T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় সুমিতা চৌধুরী

অন্য দেবীপক্ষ
রাত জাগা চোখে ভোর ফুটল
বৃষ্টি জলের দাগে,
যেন কোথাও শেষ কান্নাটুকু সেরে উঠল জেগে মা।
শত কোটি মানুষের আহ্বানে,
বুকে দ্রোহের মশাল জ্বেলে।
চারিদিকে ধ্বনিত হচ্ছে,
“অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো”,
মাথা নোয়ালো কাশফুল প্রারম্ভিক অভ্যর্থনায়,
শিউলি বিছালো আপন আঁচল পথের ‘পরে।
মন কেমনের গুমোট মেঘের চাদর গায়ে জড়িয়ে
দিন শুরু করলো তার পরিক্রমা,
ঘাটে ঘাটে তর্পণের মাঝেই মনের কোণে প্রজ্জ্বলিত হল একটি মুখ,
নিরুচ্চারে অঙ্গীকার হলো সবার বুকে, শেষ বিচারের পরেই হবে এ তর্পণ।
পায়ে পায়ে পা মেলাচ্ছে লক্ষ পদ
এক দ্রোহের অভিযানে,
সকল অশুভ শক্তির বিনাশে একত্রিত হচ্ছে মুষ্ঠিবদ্ধ হাত সকলই,
পতাকার শরীর চুইয়ে প্রোথিত হচ্ছে বুকে অভয়াশক্তির বীজ মন্ত্র,
নিরস্ত্র হাতগুলোর শক্ত মুঠোয় আপন শক্তিবলে জাগছেন মা, আসুরিক শক্তির বিনাশের শপথ নিয়ে।।