T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় গোবিন্দ মোদক

সূর্যসম্ভব
প্রত্যেকটি মানুষই তার জীবনে কোনও এক সময়
সূর্য হতে চায়। তাকে দোষ দিই না।
কারণ সংক্রামক ব্যাধিকে আটকানো
ততটা সহজ নয় যতটা সহজে সূর্যালোক
পৃথিবীর কর্কটক্রান্তি রেখা জুড়ে
লম্বভাবে কিরণ দেয়।
যে কথা বলছিলাম —
একসময় মানুষ টের পায় সূর্য এতটাই পুড়েছে যে
ছাই থেকে তাকে আলাদা করা যাচ্ছে না।
অগত্যা আর সবার মতো আমিও মত বদলাই,
তবে ঠিক আর সবার ভাবনায় ভাবিত হয়ে নয়।
আসলে বিশ্বস্তসূত্রে খবর পেয়েছি —
চাঁদের ঊষর বুকে কবিতা পড়া বা লেখা গেলেও
সূর্যে সেটা সম্ভব নয়। কাজেই —
আমি সেই সূর্যসম্ভবা হতে চাই না
যেখানে কবিতার কোনও প্রবেশাধিকার নেই।
বিশ্বাস না হলে যে কোনও শিরা কেটে দেখো —
কবিতার সুর শুনতে পাবে;
আমাকে আঘাত দাও একটু,
দেখবে কবিতাও আহত হচ্ছে ….