T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় সুদীপা বর্মণ রায়

নিয়তি
চলে যাচ্ছে একটা একটা দিন
সূর্যোদয় থেকে সূর্যাস্তের নিজস্ব নিয়মে।
গ্রহগুলো কক্ষপথে রুমালচোর খেলে।
শুধু, কিছুটা পথে হাঁটা হয়না আর
অথবা , দুটো রাস্তা ইগোর লড়াই লড়ে।
শুধু কি মানুষ মানুষের প্রেমে পড়ে!
সাক্ষী থাকে আম ,জাম ,কাঁঠালতলা
পুঁইপাতা আর লাউডগা ,বেমানান আবেগ।
ভাঙতে থাকে নদীর কোন পাড় নিঃশব্দে।
দুটো হাত মাটি মেখে ঘুমিয়ে পড়ে মাঝরাতে
দুটো হাত অপেক্ষা করে কলতলাতে।
শিশির জমে যায় স্মৃতির ওপরে।
চেনা পরিধি নোটিশ না দিয়েই মৃত শুয়ে
যান্ত্রিক ভাবে অপেক্ষা করে নির্বাক।
আশ্বিনে দুর্গা না থাকলে শহর ফাঁকা
যেদিন মনে আনন্দ ,সেদিনই তো উৎসব।
মহিষাসুর ও মনে মনে ঠিক
জানে, দুর্গা ছাড়া কাশফুল আবর্জনা সম।
কোথাও যেন আক্ষেপই প্রেমের রূপ নেয় !
কোথাও দুর্গা দেবী হয়েও খুব যেন অসহায়।