কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

এক দোর্দণ্ড জলোচ্ছ্বাস
জাগরণের এক রৌদ্রতপ্ত ঋতুতে
বেজে উঠলো যখন ‘সময়ের ঘড়ি’
এক দোর্দণ্ড জলোচ্ছ্বাস
তীব্র বেগে ভাসিয়ে নিয়ে গিয়েছিলো
লাল নীল সবুজ হলুদ
ছাইরঙা ধূসর প্রভৃতি
নানা বর্ণের নুড়ি-পাথর
সেগুলির কোনোটির নাম ক্ষুধা
কোনোটি দারিদ্র্য কোনোটি তারুণ্য
কোনোটি বিপ্লব— স্বপ্ন— অধিকার— অনাচার—
মার্ক্সবাদ— পুঁজিবাদ—
সেই যে শোনা গিয়েছিলো
গগনভেদী মহানাদ—
চারিদিকে মুক্তি-পাগলের দল
সেই জলোচ্ছ্বাসের কল্লোলে
ভিড়েছিলো কি?
হয়েছিলো কি
বোধের নব উন্মীলন?
তার রূপ ছিলো
চিরাচরিতের বিরুদ্ধে প্রতিবাদের
কণ্ঠে ছিলো রক্ত কাঁপানো জয়ধ্বনি
আর ঠোঁটে ঝুলে থাকা সরল মধুর হাসি
লোভ নয়, দস্যুবৃত্তি নয়,
গর্বিত পদবিক্ষেপে, ফুটপাথের ধারে
ব্যানারে ফেস্টুনে তাতানো কথায়
বহমান জীবনের অনুষঙ্গে
তিনি আজও আছেন।