কবিতায় সংহিতা ভৌমিক

ডাকবাক্স
গাত্র আমার ধুলিধুসরিত অনেক দিন ধরে হায়,
আমি সেই ডাকবাক্স সদর দরজার পাশে যে রয়।
রংবাহারি রঙিন চিঠি উপচে উঠতো আমার ভিতর,
কতো স্বপ্ন ,কতো আশায় ভরা ছিলো আমার অন্তর।
ছেলে ছিলো বহু দূরে বাবা মার কোল ছাড়া,
জলপূর্ণ মায়ের চোখ আজ চিঠি-ঠিকানা হারা।
কতো প্রেম, কতো অভিমান ,কতো ভালোবাসার নিবেদন,
এখন সব মুঠোফোনে বন্দি ছোটো বড়ো কথার প্রতিবেদন।