কবিতায় অন্নপূর্ণা দাস

প্রশ্ন
এখন প্রশ্নটা নারী ও পুরুষ নয়
প্রশ্নটা সঠিক বিচারের দাবী…
ন্যায় আর অন্যায়ের লড়াই
তাই দল, রাজনীতি সবকিছু তুচ্ছ ব্যাপার
কেউ বলবে ছেলে বংশের বাতি দেয়
ছেলে হলে বংশের উত্তরাধিকার
তাইতো ছেলে সংসারে আলো
এটি পুরোনো যুগের ধারণা
এখন নারী ও পুরুষ দুই সমান অধিকার…
তাহলে সবাই এখনও বলে পুরুষতান্ত্রিক সমাজ
না, ধারণা ভুল
সমাজ এখন ন্যায় ও অন্যায়ের সমাজ ব্যবস্থা
এটি এখন একবিংশ শতাব্দীর সমাজ
এটি সমাজ সংস্কারক আন্দোলনের ডাক
যেখানে জনগণের প্রশ্নের সমাধানের সমাজব্যবস্থা
দিকে দিকে অগ্রসর…
সঠিক বিচার চাই
সঠিক বিচার…
এটি একবিংশ শতাব্দীর সমাজ সংস্কারক আন্দোলন
এটি কখনো থামবে না
এটি চলছে, চলবে….
জনগণের রাষ্ট্র গঠনের সমাজ সংস্কারের পরিকল্পনার…
তাই তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করে
এই আন্দোলন থামাতে ব্যর্থ হবে
এই আন্দোলনের দ্বারা জনগণের মধ্যে শতশত রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজী, মাদার টেরিজা, মাতঙ্গিনী…
দেখা দেবে গর্জে উঠবে
পথ চলছে, পথ চলবে
উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তের, বুদ্ধজীবী থেকে সাধারণ মানুষের এগিয়ে যাওয়ার সমাজ সংস্কারক মিছিলের ডাক…