প্রবাসী মেলবন্ধনে সায়েদুর রহমান ভিয়েনা, অস্ট্রিয়া

ফেসবুক

ফেসবুকে এসে দু’চারটা গালাগাল না খেলে নিজেকে মানুষ বলে মনে হয় না
ফেসবুকের পোষ্টে দু’চারটা গালি না দেখলে নিজেকে মৃত মানুষ মনে হয়
মনে হয় আমি হয়তো বেঁচে আছি কিন্তু আরশোলার মত
আমি হয়তো বেঁচে আছি কিন্তু আশাহীন মানুষের মত।

ফেসবুকে দু’চারটা গালাগালি দেখলেই আমি উদ্দীপ্ত হয়ে উঠি
ভেড়ার পালের অন্ধবিশ্বাসে আঘাত লেগেছে দেখে অকারণেই মুচকি হাসি
সমাজের বিদ্যমান কুসংস্কার, অপবিশ্বাস, গোঁড়ামী আর কু-প্রথার বিরুদ্ধে-
কিছু লিখতে পারলে নিজেকে সত্যিকারের মানুষ ভাবতে পারি।

আমার নাম শোনে প্রিয় মানুষেরা যখন মুখ ফিরিয়ে নেয়
তখন বুঝতে পারি, এই আমি- এখনো অমানুষ হয়ে যাইনি
আমায় দেখে কেউ যখন মুখ গুড়িয়ে অন্য পথে চলে যায়
তখন বুঝতে পারি, এই আমি- বিদ্যমান সমাজের অচলায়তন ভাঙার চেষ্টা করছি ঠিকঠাক মত।

অন্ধধর্মীয় বিশ্বাসের মূলে কুঠারাঘাত করলে
মানুষগুলো সব ক্ষ্যাপা শূকরের মত ক্ষ্যাপে যায়
অন্ধধর্মীয় বিশ্বাসের নিপাট অসারতা তুলে ধরলে
মানুষগুলো সব হায়েনার মত ভয়ঙ্কর হয়ে উঠে
অন্ধধর্মীয় বিশ্বাস ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে দেবার কথা বললে
মানুষগুলো সব বিষধর গোখরা সাপের ছোবল দেয়।

প্রতিদিন তাই ঘুম থেকে উঠে ফেসবুকে দু’চারটা গালাগাল দেখতে চাই
প্রতিদিন লিখে যেতে আমি চাই কূপমন্ডুকতার বিরুদ্ধে।

২| সাথী

সাথী সাথে থেকো
সাথী সাথে বেঁধো ঘর
ঘর ছাড়া কিশোর আমি
তোমার সাথেই বাঁধি ঘর।

সাথী ছেঁড়ো না এই হাত
যে পথ দূর গাঁয়ে গেছে
আমি চিনি সেই পথ
তোমার হাতে হাত রেখে দূর গাঁয়ে যাবো
দূর গায়ে ঘর বাঁধবো
দূর গাঁয়ে করবো জীবনের চাষাবাদ।

সাথী তোমার সাথেই থাকি
সাথী তোমার সাথেই আমার আঁড়ি
তোমার সাথেই কাব্যকথা
তোমার সাথে প্রেম
তোমার বিরহে কাঁদে এ মন
তোমার বিরহে ভাসে
জল যেমন তোমার সাথে
সাথী স্রোতের অনুকূলে হাসে।

স্রোতের অনুকূলে ভেসে যায় সব
ভেসে যায় ঘর-বাড়ি
সময়ের সাথে মিতালী করে
সাথী তোমার প্রতিক্ষায় থাকি।

তোমার প্রতিক্ষায় আমি বসে থাকি
চাতক পাখির মত
তোমার জন্য আমার জীবনে
গল্পগাথা যত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।